শনিবার, ২৮ মার্চ, ২০২০ ০০:০০ টা

অস্ট্রেলিয়ায় চুল কাটতে রাজি নন নরসুন্দররা

করোনার সংক্রমণরোধে অস্ট্রেলিয়ায় সামাজিক নানা বিধিনিষেধ চালু হয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ।  সেলুন খোলা। তবে চুল পরিচর্যাকারী ও নরসুন্দররা চুল কাটতে চাইছেন না। দেশটিতে চুল কাটার জন্য প্রথমে ৩০ মিনিট সময় বরাদ্দ করা হয়। পরে এই সিদ্ধান্ত বদল করা হয়েছে।

নতুন নিয়মে বলা হয়েছে, চুল পরিচর্যাকারী ও নরসুন্দররা প্রয়োজনে এর চেয়ে বেশি সময়  নিতে পারবেন। এ জন্য তাঁদের প্রত্যেকের কাছ থেকে চার বর্গমিটার দূরত্ব বজায় রাখতে হবে। করোনার সংক্রমণ রোধে অনেকে  সেলুনগুলোও বন্ধ রাখতে আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ খবর