সোমবার, ৩০ মার্চ, ২০২০ ০০:০০ টা
ভয়ানক ঝুঁকিতে ভারত

মুম্বাইয়ের বস্তিতে করোনা

মুম্বাইয়ের বস্তিতে করোনা

প্রায় ১৪০ কোটি জনসংখ্যার দেশ ভারত। করোনার সংক্রমণ থেকে বাঁচতে দেশটির সরকার নানা উদ্যোগ নিচ্ছে। ২১ দিনের জন্য লকডাউন চলছে দেশটিতে। এরমধ্যে চলছে চিকিৎসার আগাম প্রস্তুতি। আসামের সারুসাজাই ক্রীড়া কমপ্লেক্সের ইনডোর স্টেডিয়ামকে কোয়ারেন্টাইন সেন্টার বানানো হয়েছে। সেখানে শয্যা পাতানো হয়েছে কয়েকশ -এএফপি

ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ের বস্তিগুলোতে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এর ফলে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকিতে পড়েছে বলে বিশ্লেষকরা জানিয়েছেন। ঘনবসতিপূর্ণ বস্তি থেকে কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে  গেলে তা ভারতের পক্ষে খুবই বিপজ্জনক হবে বলে আশঙ্কা। মুম্বাইয়ের বস্তিগুলোতে চার জন করোনা আক্রান্ত রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে পারেলে ৬৪ বছর, জামভিপাড্ডায় ৩৭ বছর বয়স্ক, এছাড়া ঘাটকোপার বস্তিতে ২৫ এবং ৬৮ বছর বয়স্ক চার জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। মুম্বাইয়ের এ বস্তিগুলোতে একটা ১০ ফুট বাই ৮ ফুট ঘরে ৬-৭ জন মানুষ বাস করেন। বস্তিগুলোতে এ রকম পরপর ২০০০ থেকে ২৫০০ ঘর রয়েছে। প্রতি ২০০ পরিবার পিছু একটি সাধারণ শৌচাগার। এদিকে মুম্বাইয়ের কালিমবার জামবালিপাড়া বস্তিতে ৩৭ বছরের এক যুবকের শরীরে মিলেছে করোনাভাইরাস। প্রায় ৮০০ পরিবারের বাস এবং তাদের জন্য বরাদ্দ মাত্র কয়েকটি শৌচাগার। আক্রান্ত যুবক বিদেশ থেকে ফিরেছেন কিছুদিন আগে। বস্তিতে সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা সম্ভব নয়, বলে জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের আশঙ্কা যদি একবার করোনা কোনোভাবে বস্তিগুলোতে ঢোকে তবে ভারত করোনার তৃতীয় দফা সংক্রমণের পর্যায়ে প্রবেশ করে যাবে।

ইতিমধ্যে সংক্রমণ রুখতে লকডাউনের পাশাপাশি কারফিউ জারি করেছে মহারাষ্ট্র সরকার।

সর্বশেষ খবর