মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা
বিষে বিষক্ষয়

আকাশে ঝলমলরূপে ধ্রুবতারা-কালপুরুষ

আকাশে ঝলমলরূপে ধ্রুবতারা-কালপুরুষ

মাসছয়েক আগেও পৃথিবীতে শোর ছিল পরিবেশ নিয়ে, আকাশে ধূলার পরিমাণ নিয়ে। অনেক বড় শহরকে বলা হচ্ছিল বাতাসে দূষণ এত পরিমাণ বেড়েছে যে, সেই শহর বসবাসেরই অযোগ্য। অথচ করোনা আক্রান্ত পৃথিবী দুই মাসেই সে অবস্থার পরিবর্তন করে দিল। দিনের আকাশ পরিষ্কার আর রাতের আকাশ ঝলমলে। তাই তো সন্ধ্যায় আকাশের দিকে তাকালে এখন স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে সপ্তর্ষিম-ল, ধ্রুবতারা। কারণ একটাই, করোনাভাইরাসের জেরে সারা বিশ্ব প্রায় লকডাউন। আর তার ফলে ক্রমে শহর থেকে শহরতলি সর্বত্র বায়ুতে কমেছে বিষ। ফলে মেঘমুক্ত আকাশে স্পষ্ট ধ্রুবতারা, সপ্তর্ষিম-ল। মিট মিট করছে একের পর ঝাঁক বেঁধে তারার দল। কি অনিন্দ্য সুন্দরই না  সেই দৃশ্য। কিন্তু প্রশ্ন এখানেই। এমনভাবে বিষমুক্ত আকাশ কি দেখতে চেয়েছিল মানবজাতি? নিশ্চিয়ই নয়। কিন্তু  বাস্তব  সেই  ছবিটাই

দেখাচ্ছে। ঝকঝকে সন্ধ্যার আকাশ। রাতের আকাশ আরও সুন্দর। তাই তো পরিবেশবিদদের ভাষ্য- এসব তো বাতাসে দূষণ কমে যাওয়ার ফল। একদিক দিয়ে ভালো আবার একদিক দিয়ে খারাপ। ভারতের জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারী বলেন, ‘এ এক অদ্ভুত সময়। মানুষের পাপের ফল। এখন প্রকৃতি তার রূপ রঙ্গ দেখাচ্ছে’। ভূ-বিজ্ঞানী সুব্রত কুমার মিদ্যা বলেন, ‘সব খারাপের কিছু ভালো দিক থাকে। বিশ্বের অনেক নেগেটিভের এটাই আপাতত পজেটিভ। কিন্তু আমরা হয়তো আমাদের কৃতকর্মের ফল ভুগছি, এভাবে আমাদের সুন্দর আকাশকে দেখতে হচ্ছে।’

সর্বশেষ খবর