শিরোনাম
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা

সেপ্টেম্বরে মানবদেহে করোনা টিকার পরীক্ষা করবে জনসন

মার্কিন বহুজাতিক ওষুধ নির্মাতা প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন ঘোষণা দিয়েছে, সেপ্টেম্বরে মানবদেহে করোনাভাইরাসের (কভিড-১৯) টিকার পরীক্ষা চালানোর। বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (বিএআরডিএ) ও জনসন করোনার টিকা উদ্ভাবনের ১০০ কোটি ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিয়েছে। জরুরিভিত্তিতে ২০২১ সালের শুরুতে করোনা টিকা ব্যবহারের জন্য প্রস্তুত হতে পারে। এক বিবৃতিতে জনসন অ্যান্ড জনসন জানায়, ২০২০ সালের সেপ্টেম্বরে কভিড-১৯-এর টিকার মানবদেহে ক্লিনিক্যাল স্টাডি  চালানোর কোম্পানি প্রত্যাশা করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে,   জনসন অ্যান্ড জনসন ও বিএআরডিএ জরুরি মহামারীতে অলাভজনকভাবে জনগণের জন্য স্বল্পমূল্যে এই টিকা সরবরাহ করবে।

সর্বশেষ খবর