বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনার প্রাদুর্ভাবে সিঙ্গাপুরে কমছে বাড়ির দাম

করোনাভাইরাস তিন মাসের মধ্যে দুই শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এদিকে, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর সিঙ্গাপুরে কমে যাচ্ছে বাড়ির দাম। গতকাল দেশটির আরবান ডেভেলপমেন্ট অথরিটি প্রকাশিত এক পরিসংখ্যানে বলা হয়, মার্চে শেষ হওয়া প্রথম প্রান্তিকে (জানুয়ারি থেকে মার্চ)  দেশটিতে বাড়ির দাম কমেছে ১.২ শতাংশ। ১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার পর এটিকে দেশটির সবচেয়ে বড় অর্থনৈতিক সংকোচন মনে করছেন বিশ্লেষকরা।

সর্বশেষ খবর