শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ড্রেনের পানিতে করোনার পূর্বাভাস!

ড্রেনের পানিতে করোনার পূর্বাভাস!

নেদারল্যান্ডসের এক শহরে করোনা আক্রান্ত প্রথম রোগীর খোঁজ পাওয়ার কয়েক সপ্তাহ আগেই সেই শহরের ড্রেনের পানিতে করোনাভাইরাসের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা? এরপর তারা মন্তব্য করেছেন, ড্রেনের পানি পরীক্ষার মাধ্যমে আগেই করোনার উপস্থিতি জানা যেতে পারে। দুদিন আগে এই তথ্য জানান গবেষকরা। কেডাব্লিউআর ওয়াটার রিসার্চ ইনস্টিটিউট’ আমস্টারডাম বিমানবন্দরসহ আটটি শহরের ড্রেনের পানি পরীক্ষা করেছে। এর মধ্যে ইউট্রেখট শহরের কাছে অবস্থিত আমার্সফর্ট শহরের সুয়েজ প্ল্যান্টের পানিতে ৫ মার্চ করোনার সন্ধান পাওয়া যায়। এর কয়েক সপ্তাহ পর ওই শহরে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। নেদারল্যান্ডসে প্রথম করোনা ধরা পড়ে ২৭ ফেব্রæয়ারি।

একটি এলাকায় করোনা আছে কিনা, তা জানতে ওই এলাকার সম্ভাব্য রোগীদের ওপর পরীক্ষার আগে সেখানকার ড্রেনের পানি পরীক্ষা একটি গুরুত্বপূর্ণ উপায় হতে পারে বলে ওই গবেষণা আভাস দিচ্ছে। অনেক কভিড-১৯ রোগীর মলে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ফলে ড্রেনের পানি পরীক্ষা করে কোনো এলাকায় করোনা আছে কিনা, তা জানা যেতে পারে। এর আগে পোলিওভাইরাস শনাক্তের জন্য ড্রেনের পানি পরীক্ষা করা হয়েছে। অন্য গবেষকরা  যেন এই গবেষণাটি পর্যালোচনা করতে পারেন তাই একটি স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইটে সেটি প্রকাশ করা হয়েছে। ডয়েচে ভেলে

সর্বশেষ খবর