শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চীনের সংখ্যা নিয়ে সন্দেহ ট্রাম্পের

চীনের সংখ্যা নিয়ে সন্দেহ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে কভিড-১৯ আক্রান্ত ও মৃত্যুর সরকারি সংখ্যা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। বেইজিংয়ের হিসাব  সেখানকার বাস্তব পরিস্থিতির চেয়ে ‘ভালো দেখাচ্ছে’, বুধবার ওয়াশিংটনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। একই ব্রিফিংয়ে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, চীনের দেওয়া আক্রান্ত ও মৃত্যুর হিসাব ঠিক কিনা, তা জানার কোনো উপায় নেই। বেইজিংয়ের তথ্যে রিপাবলিকান দলের শীর্ষ এক আইনপ্রণেতার সন্দেহ প্রকাশ এবং চীন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে দেখাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে ব্লুমবার্গের এক সংবাদের পর ট্রাম্প ও তার উপদেষ্টার এ মন্তব্য এলো। একই ব্রিফিংয়ে ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন বলেছেন, ‘চীন থেকে আসা সংখ্যা সঠিক কিনা তা নিশ্চিত করার মতো অবস্থায়  নেই ওয়াশিংটন।

সর্বশেষ খবর