শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ার কাছে সাহায্য চাইছে সবাই

করোনায় প্রথম নাস্তাবাবুদ হয় চীন। দেশটিতে হু হু করে বাড়তে থাকে মৃত ও আক্রান্তের সংখ্যা। এর প্রভাব পড়ে পার্শ্ববর্তী দেশ দক্ষিণ কোরিয়ায়। কিন্তু ‘বিশেষ জাদুবলে’ সেই মৃত্যুদূতকে সামলে রাখে দক্ষিণ কোরিয়া। এরপর বিশ্বের বিভিন্ন দেশে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে এই করোনাভাইরাস। দেশগুলো মহামারী ঠেকাতে হিমশিম খাচ্ছে। কিন্তু কী জাদুবলে এই করোনাকে আয়ত্তে রাখল দক্ষিণ কোরিয়া তা জানতে মরিয়া গোটা বিশ্ব। বুধবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন,  ১২১টি দেশ দক্ষিণ কোরিয়াকে করোনাভাইরাস পরীক্ষায় সাহায্য করার অনুরোধ করেছে। এ রোগের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ব্যাপক চাপের মুখে। ওই কর্মকর্তা বলেছেন, ‘প্রাথমিক বিস্তার ঠেকানোর অভিজ্ঞতা চাচ্ছে দেশগুলো।

সর্বশেষ খবর