শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জম্মু-কাশ্মীরে ১৫ বছর বসবাসকারীরা হচ্ছেন নাগরিক

কলকাতা প্রতিনিধি

করোনা আবহের মধ্যেই ভারতের জম্মু-কাশ্মীরের স্থায়ী বাসিন্দাদের সংজ্ঞা বদলে গেল। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় সরকারের তরফে নতুন ডোমিসাইল আইন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়। তাতে বলা হয়েছে যারা জম্মু-কাশ্মীরে গত ১৫ বছর ধরে বসবাস করছেন বা ৭ বছর ধরে সেখানে পড়াশোনা করছেন, সেখানকারই কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছেন-এমন যে কেউই এই কেন্দ্রীয় শাসিত রাজ্যের স্থায়ী বাসিন্দার (ডোমিসাইল) মর্যাদা পাবেন। যারা সেখানে অভিবাসী হিসেবে ত্রাণ ও পুনর্বাসন কমিশনার দ্বারা নিজেদের নথিভুক্ত করেছেন তারাও এবার থেকে নাগরিক বলে গণ্য হবেন।  কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থা, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বা সরকারি গবেষণাগারের যে সব কর্মী গত ১০ বছর ধরে জম্মু-কাশ্মীরে কাজ করছেন তাদের সন্তানরাও এই সুযোগ পাবেন। কেবল এই স্থানীয় বাসিন্দারাই জম্মু-কাশ্মীর সরকারের নন গেজেটেড স্তরের লেভেল ফোর (কনস্টেবল, জুনিয়র অ্যাসিস্টেন্ট) পর্যন্ত সব পদে আবেদন করতে পারবেন।

সর্বশেষ খবর