রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে রাশিয়া

কোয়ারেন্টাইন নিশ্চিতে প্রযুক্তির সহায়তা নিচ্ছে রাশিয়া

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে রাশিয়ার শহরগুলো লকডাউন করা হয়েছে। শহরগুলোয় হোম কোয়ারেন্টাইনে থাকা বাসিন্দাদের গতিবিধির ওপর নজর রাখতে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে মস্কো। সেখানকার বাসিন্দারা যাতে ঘর থেকে বের হতে না পারেন তার জন্য বসানো হয়েছে ১০ হাজার ফেস ট্র্যাক ক্যামেরা।

রুশ নগর কর্মকর্তারা জানিয়েছেন, মানুষের গতিবিধি পর্যবেক্ষণ করতে মস্কো শহরে ক্যামেরাগুলো বসানো হয়েছে। এসব ক্যামেরায় যুক্ত করা হয়েছে ফেইসাল রেকগনিশন সফটওয়্যার। মস্কোবাসীর মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত থাকবে ওইসব ক্যামেরা। যে কারণে কোয়ারেন্টাইন ভঙ্গ করে কেউ বাইরে বের হলে সঙ্গে সঙ্গেই পুলিশের কাছে তাদের তথ্য চলে যাবে।

বিদেশ থেকে সফর করে ফিরেছে বা যারা সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে এসেছে তাদের অবশ্যই ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য আইন পাস করেছে রাশিয়া। আইন অমান্য করলে পাঁচ বছরের কারাদন্ডেরও বিধান রাখা হয়েছে।

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুসারে রাশিয়ায় অন্তত ৪ হাজার ৭৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত ৪৩ জন।

সর্বশেষ খবর