রবিবার, ৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

চীনে মৃত্যুর ‘প্রকৃত’ তথ্যের খোঁজে সিআইএ

প্রাণঘাতী নভেল করোনাভাইরাসের শুরুটাই হয়েছে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে। পরে এ ভাইরাস ধীরে ধীরে দেশটির অন্যান্য প্রদেশসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন অঞ্চলে ভাইরাসটি এখন মহামারী রূপ নিয়েছে। অথচ যেখানে এর উৎপত্তি সেই চীনেই এখন এর প্রাদুর্ভাব নেই বললেই চলে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্যানুযায়ী, করোনাভাইরাসে দেশটিতে ৮১,৬৩৯ জন আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩,৩২৬ জন। করোনায় আক্রান্ত ও প্রাণহানি নিয়ে চীন সরকারের এ তথ্য নিয়ে অনেকেরই প্রশ্ন ও সন্দেহ রয়েছে।

ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে দাবি করেছে, চীনে করোনায় ৫০ হাজার মানুষের প্রাণ গেছে। যুক্তরাষ্ট্রও শুরু থেকেই সন্দেহ প্রকাশ করে আসছে। চীনে আসলে কতজনের মৃত্যু হয়েছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এ ভাইরাসের খোঁজে নেমেছে বলে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে।

সর্বশেষ খবর