সোমবার, ৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভারতে আটকে পড়া নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতে গত ২৪ মার্চ থেকে ২১ দিনের লকডাউন শুরু হয়েছে। চলমান এ অবস্থার মধ্যে দেশটির বিভিন্ন শহরে যুক্তরাষ্ট্রের বেশকিছু নাগরিক আটকে পড়েছেন। তাদের দেশে ফিরিয়ে নিতে অবশেষে উদ্যোগ নিয়েছে মার্কিন সরকার। বিশেষ বিমানে করে আগামী সপ্তাহের শুরুতে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে বলে নয়াদিল্লির মার্কিন দূতাবাস গতকাল এক বিবৃতিতে জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুসারে, গতকাল স্থানীয় সময় সকাল ৯টা পর্যন্ত দেশটিতে করোনাভাইরাসে অন্তত তিন হাজার ৩৭৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে শনিবার সন্ধ্যা থেকে ৩০২ জন আক্রান্ত হন এবং দুজন মারা যান। সর্বমোট আক্রান্তদের মধ্যে মারা গেছেন অন্তত ৭৭ জন। বিবৃতিতে বলা হয়, ‘আমরা যত বেশি সম্ভব নাগরিককে দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছি এবং যারা দেশে ফিরে যেতে চান তাদের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন এ সুযোগের সদ্ব্যবহার করেন।’

বিশেষ ফ্লাইট কতদিন ধরে চলবে এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা না হলেও যারা দেশে ফিরতে চান তাদের জন্য এটাই সেরা সুযোগ বলে বিবৃতিতে যোগ করা হয়। করোনাভাইরাসের কারণে লকডাউন দেওয়ায় ভারতে কতজন মার্কিন নাগরিক আটকা পড়েছেন এ ব্যাপারে অবশ্য কোনো তথ্য দূতাবাস জানায়নি।

উল্লেখ্য, নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যার দিক দিয়ে বিশ্বে শীর্ষে যুক্তরাষ্ট্রের অবস্থান। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, দেশটিতে সর্বশেষ খবর পর্যন্ত তিন লাখ ১২ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন অন্তত সাড়ে আট হাজার মানুষ। সিএনএন

সর্বশেষ খবর