মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এই প্রথম মহাসংকটের মুখে আইএমএফ

এই প্রথম মহাসংকটের মুখে আইএমএফ

গোটা বিশ্বই কার্যত কারফিউর মধ্যে চলে গেছে। করোনাভাইরাসের করালগ্রাসে ক্রমেই কঠিন হচ্ছে জীবন ও জীবিকা। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। শুধু তাই নয়, করোনার প্রভাবে কার্যত ধসে গিয়েছে  বিশ্বের অর্থনীতি। ইন্টারন্যাশনাল মনিটরিং ফান্ড (আইএমএফ) এটিকে মানবজাতির অন্ধকারতম সময় বলে উল্লেখ করেছে। সংস্থাটির প্রধান ক্রিস্টেলিনা জর্জেভিয়ার কথায়, এযাবতকালে বিশ্ব এমন আর্থিক মন্দার মুখোমুখি হয়নি। আইএমএফের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা। ২০০৮ সালের অর্থনৈতিক সংকটেও ছাপিয়ে যাবে এবারের মন্দা। তিনি বলেন, ‘আমরা এক বিরল ঘটনার সাক্ষী থাকলাম, যেখানে  গোটা বিশ্বের অর্থনীতি স্তব্ধ হয়ে গেছে।’ তিনি জানান, আইএমএফ বিশ্বব্যাংকের সঙ্গে হাত মিলিয়ে পরিস্থিতি  মোকাবিলার চেষ্টা করছে। অন্যদিকে, বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের কথায়, করোনা মানবজাতির স্বাস্থ্যের পাশাপাশি গোটা বিশ্বের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। বিশ্বের আর্থিক বৃদ্ধির হার এবার সর্বনিম্ন স্তরে পৌঁছতে পারে। অর্থনীতিবিদদের আশঙ্কা, গত তিন দশকের তুলনায় এবার বিশ্বে আর্থিক বৃদ্ধির হার সর্বনিম্ন স্তরে পৌঁছবে। এর ফলে অনেকের চাকরি যাওয়ার আশঙ্কা থাকছে বলেও মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ খবর