মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অনেক লম্বা : মোদি

করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ অনেক লম্বা : মোদি

করোনা নামের এক ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধটা অনেক লম্বা। আর সেই যুদ্ধে আমাদের জিততেই হবে। গতকাল এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন বিজেপি দলের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, ‘লড়াইটা অনেক লম্বা। আর সে লড়াইতে আমাদের ক্লান্ত হলে বা থেমে গেলে চলবে না। আমাদের জয়ী হতেই হবে। আমাদের এখন একটাই লক্ষ্য। যুদ্ধে জিততেই হবে।’ এদিকে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০০ পেরিয়ে গিয়েছে বলে দাবি সংবাদমাধ্যমের। মৃতের সংখ্যা শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সবরকম চেষ্টা চললেও, সংখ্যাটা এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ভারতে ১৪ এপ্রিল পর্যন্ত লকডাউনের ঘোষণা করেছেন  মোদি। ১৪ এপ্রিলের পর লকডাউন উঠে যাবে কিনা, সেই বিষয়ে কোনো তরফেই কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে মোদির এই লম্বা যুদ্ধের কথায় জল্পনা  বেড়েছে। অনেকেই মনে করছেন, লকডাউন লম্বা করার ইঙ্গিত দিচ্ছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে রবিবার রাতে ৯ মিনিটের জন্য মোমবাতি, প্রদীপ জ্বালিয়ে একতার বার্তা দিয়েছিল দেশ।

সর্বশেষ খবর