বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রুশ সীমান্ত দিয়ে এবার করোনা ঢোকার ভয়ে চীন

রুশ সীমান্ত দিয়ে এবার করোনা ঢোকার ভয়ে চীন

প্রাণঘাতী করোনাভাইরাসের কেন্দ্রস্থল ছিল চীন, সেখানে ভাইরাসটির তা-বের পর মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে দেশটি। তবে কয়েকদিন ধরে দেশটিতে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। সেক্ষেত্রে নতুন রোগীদের বেশিরভাগই বহিরাগত; বিশেষভাবে বললে, উত্তর-পূর্বাঞ্চলীয় রাশিয়া সীমান্ত দিয়েই ঢুকছে করোনাভাইরাস।

চীনের সর্বউত্তরের প্রদেশ হেইলংজিয়াংয়ের সঙ্গে রাশিয়ার বিশাল স্থলসীমান্ত রয়েছে। ব্যবসা-বাণিজ্যের প্রয়োজনে এ সীমান্ত দিয়ে নিয়মিতই বহু মানুষ যাতায়াত করেন। এ ছাড়া, কিছুদিন আগে রাশিয়া সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দেওয়ায় এ সীমান্তটাই হয়ে উঠেছে যাতায়াতের প্রধান রুট। হেইলংজিয়াংয়ের স্বাস্থ্য কমিশনের তথ্যমতে, গত এক মাসে এ প্রদেশে অন্তত ৬০ জন বহিরাগত রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে একজন বাদে বাকি সবাই রাশিয়ার ভøাদিভস্তোক শহর থেকে গাড়িতে চড়ে ফিরেছেন। এর আগে তারা ছিলেন মস্কোয়, যেখানে প্রায় তিন হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। বহিরাগত ৫৯ রোগীই চীনা নাগরিক।

সর্বশেষ খবর