বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

জাপানে এক মাসের জরুরি অবস্থা জারি

প্রাণঘাতী করোনাভাইরাসে বিদ্যমান পরিস্থিতিতে জাপানে এক মাসের জরুরি অবস্থা জারি করা হয়েছে। গতকাল থেকেই কার্যকর হওয়া এ জরুরি অবস্থা আগামী ৬ মে পর্যন্ত কার্যকর থাকবে বলে প্রধানমন্ত্রী শিনজো আবে গতকাল এক বিবৃতিতে জানিয়েছেন। করোনাভাইরাস সম্পর্কিত টাস্কফোর্সের সভা শেষে জরুরি অবস্থা জারির ঘোষণা দেন প্রধানমন্ত্রী আবে। রাজধানী টোকিওসহ ভাইরাস আক্রান্ত সাতটি অঞ্চলে জরুরি অবস্থা বলবৎ থাকবে। এ সময় মৌলিক অর্থনৈতিক কর্মকা- অব্যাহত থাকবে। এর মধ্যে গণপরিবহন চলবে এবং সুপারমার্কেট খোলা থাকবে। তবে অপ্রয়োজনীয় ভ্রমণ না করে বরং জনগণকে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী আবে। জাপানে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতেই প্রধানমন্ত্রী আবে জরুরি অবস্থার পথে হেঁটেছেন বলে মনে করা হচ্ছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, জাপানে সর্বশেষ খবর পর্যন্ত ৩,৯০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯২ জন।

সর্বশেষ খবর