বুধবার, ৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

টুকিটাকি

প্রথম সংক্রমণের কথা জানাল চীন

অবশেষে করোনাভাইরাস কবে, কোথায় ধরা পড়েছিল সে কথা স্বীকার করে নিল চীন। গতকাল চীনের পক্ষ থেকে জানানো হয়েছে যে ডিসেম্বরের শেষে উহান শহরে ধরা পড়েছিল এই ভাইরাস। বিশ্বজুড়ে যখন করোনাভাইরাসের উৎস নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, তখন চীন জানায় যে ২০১৯-এর ডিসেম্বর মাসের শেষে উহান শহরেই প্রথম ধরা পড়ে এই ভাইরাসের সংক্রমণ। চীনে এই ভাইরাসে ৩,৩৩১ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৮১,৭৪০ জন। চীনে এখনো ১২০০ জনের চিকিৎসা চলছে। বাকিদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

 

সিরিয়ায় মার্কিন সেনা কর্মকর্তা নিহত

সিরিয়ার দিয়ার আজ-জাওরে অতর্কিত হামলায় মার্কিন এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাতনামা একটি গোষ্ঠী হামলার সঙ্গে জড়িত ছিল। মার্কিন নেতৃত্বাধীন জোটের গাড়িবহরকে লক্ষ্য হামলা চালানো হয়েছিল। হামলায় মার্কিন সেনা কর্মকর্তা ছাড়াও দুই কুর্দি জঙ্গিও নিহত হয়। হাসাকাহ প্রদেশের মার্কিন ঘাঁটিতে নিহত সেনা কর্মকর্তার লাশ নিয়ে যাওয়া হয়। রিপোর্ট লেখা পর্যন্ত কোনো পক্ষ এ হামলার দায় স্বীকার করেনি। সিরিয়ার হাসাকাহর একটি এলাকা থেকে মার্কিন সামরিক বহর পিছিয়ে আসতে বাধ্য হওয়ার এক মাসেরও কম সময়ের মধ্যে এ হামলা হলো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর