বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকি ট্রাম্পের

এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুমকি ট্রাম্পের

স্বার্থের আঘাত লাগলে কাউকে ছাড়ছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই দিন আগে ওষুধের জন্য ভারতকে হুমকি দেন ট্রাম্প। ওই হুমকিতে অবশ্য কাজ হয়েছে। ভারত ওষুধ পাঠানোর আয়োজন শুরু করেছে। সেই প্রভাব শেষ না হতেই এবার হুমকি বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে। তবে শুধু হুমকিই নয় সংস্থাটির বিরুদ্ধে ‘চীনপ্রীতির’ অভিযোগ তুলে সমালোচনা করেছেন এবং সংস্থাটিকে দেওয়া সাহায্য কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ট্রাম্প প্রতিষ্ঠানটি সম্পর্কে বলেন, ‘অনেক বেশি চীনঘেঁষা’। তার দাবি, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় বৈশ্বিক এ সংস্থাটি বাজে পরামর্শ দিয়েছে। সুতরাং তাদের জন্য বরাদ্দ মার্কিন তহবিল স্থগিত হচ্ছে।

কভিড-১৯ এ যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর মধ্যেই দেশটির প্রেসিডন্ট বিশ্ব স্বাস্থ্য সংস্থার কঠোর সমালোচনা করেন বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সত্যিকার অর্থেই ধাক্কা দিয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে বেশি অর্থ নেওয়া সত্ত্বেও তারা অনেকখানি চীনঘেঁষা। এদিকে আমরা ভালোমতো নজর দিচ্ছি। ‘সৌভাগ্যক্রমে আমি চীন থেকে আগতদের জন্য সীমান্ত খোলা রাখতে তাদের আগে দেওয়া পরামর্শ প্রত্যাখ্যান করেছিলাম। কেন তারা আমাদের এমন ত্রুটিপূর্ণ পরামর্শ দিয়েছিল,’ টুইটারে এমনটাই বলেছেন তিনি। চীনের বাইরে করোনাভাইরাস সংক্রমণ একটু একটু করে বাড়তে থাকার সময় গত ৩১ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক নির্দেশনায় সব দেশকেই নিজ নিজ সীমান্ত খোলা রাখার পরামর্শ দিয়েছিল।

সর্বশেষ খবর