শনিবার, ১১ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

দরিদ্র পরিবারকে ১২ হাজার রুপি দিচ্ছে পাকিস্তান

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দিনমজুর ও নিম্নআয়ের দরিদ্র পরিবার তাদের প্রাত্যহিক খাবার পর্যন্ত জোটাতে পারছে না এ রকম নিম্ন-আয়ের পরিবারকে নগদ অর্থ বরাদ্দ দেওয়া শুরু করেছে পাকিস্তান সরকার। সারা দেশের এমন মানুষের জন্য ১ হাজার ৪৪০ কোটি রুপির তহবিল বরাদ্দ করা হয়েছে এর আগে। আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, নিম্ন-আয়ের পরিবারের জন্য বরাদ্দকৃত প্রায় ৮৬৩ মিলিয়ন ডলারের ওই তহবিল নগদ অর্থ হিসেবে প্রদানের জন্য দেশজুড়ে আনুমানিক ১৭ হাজার বিতরণ কেন্দ্র তৈরি করেছে পাকিস্তান সরকার। করোনাভাইরাসের কারণে পাকিস্তানের ভঙ্গুর অর্থনীতিকে রক্ষার জন্য গত মাসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ৫৯০ কোটি ডলারের প্রণোদনা প্যাকেজের ঘোষণা দেন। এর মধ্যে নগদ অর্থ প্রদানও অন্তর্ভুক্ত ছিল। নিম্ন-আয়ের মানুষের প্রাত্যহিক চাহিদা মেটাতেই সরকার এককালীন এই বরাদ্দ করেছে।

সর্বশেষ খবর