মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে করোনা টেস্টিং কিট পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া

প্রাণঘাতী নভেল করোনাভাইরাস মোকাবিলায় বড় সাফল্য পেয়েছে পূর্ব এশিয়ার দেশ দক্ষিণ কোরিয়া। বিশেষ করে অল্প সময়ে রেকর্ডসংখ্যক মানুষের করোনা পরীক্ষা করার কারণেই দেশটি এ সফলতা পেয়েছে বলে মনে করা হচ্ছে। এ সাফল্যে অনুপ্রাণিত হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের সহায়তা চেয়েছিলেন। এতে সাড়া দিয়ে ওয়াশিংটনকে করোনা টেস্টিং কিটের একটি বড় চালান পাঠাচ্ছে সিউল। মঙ্গলবার এ চালান পাঠানো হচ্ছে বলে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা গতকাল সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে কত সংখ্যক কিট পাঠানো হচ্ছে এ তথ্য প্রকাশ না করলেও দেশটির দুটি কোম্পানি এসব কিট তৈরি করেছে বলে জানান ওই কর্মকর্তা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর