বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
পাকিস্তানকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

খাবার দেওয়া হচ্ছে না হিন্দু-খ্রিস্টানদের

মহামারী করোনাভাইরাস সংক্রমণের জেরে বিশ্বের সব দেশেই দেখা দিয়েছে অর্থনৈতিক বিপর্যয়। খাদ্য সংকটে পড়েছেন বিশ্বের অগণিত মানুষ। এই সময় ধর্ম বা জাতিগত বিদ্বেষ নয়। তাই পাকিস্তানে হিন্দু ও খ্রিস্টানদের খাদ্য দিতে না চাওয়ার খবর সামনে আসতেই পাকিস্তানকে সতর্ক করল মার্কিন সরকারি সংস্থা।

ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়েছে, ধর্ম নির্বিশেষে সবার কাছে খাবার পৌঁছে দিতে হবে।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংস্থার কমিশনার অণুরিমা ভার্গভ সোমবার বলেন, ‘কভিড-১৯ দ্রুত সংক্রামিত হচ্ছে। পাকিস্তানে প্রত্যেকে নিজের পরিবারকে সুস্থ রাখার জন্য অনাহারের সঙ্গে লড়ছে। কারও ধর্মীয় বিশ্বাসের জন্য এভাবে তাকে খাদ্য সাহায্য থেকে বাদ দেওয়া যায় না।

সর্বশেষ খবর