শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভারতকে সাড়ে ৬ লাখ কিট দিচ্ছে চীন

ভারতকে সাড়ে ৬ লাখ কিট দিচ্ছে চীন

করোনাভাইরাস মোকাবিলায় ভারতকে র‌্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটসহ ৬ লাখ ৫০ হাজার কিট দিচ্ছে চীন। চীনে নিযুক্ত ভারতের দূত বিক্রম মিশ্রর বরাতে গতকাল  এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম কলকাতা টোয়েন্টিফোর। দেশটির সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, সকালে গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে পাঠানো হয়েছে মেডিকেল কিট। দুই মিলিয়নের বেশি টেস্ট কিট আগামী ১৫ দিনে ভারতে পাঠাবে চীন। চীনে নিযুক্ত ভারতের দূত বিক্রম মিশ্র টুইট করে জানান, ‘র?্যাপিড অ্যান্টিবডি টেস্ট কিটসহ মোট ৬ লাখ ৫০ হাজার কিট ভারতকে পাঠাচ্ছে চীন। গুয়াংঝু বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে এসব পাঠানো শুরু হয়েছে।’ গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের উহানে প্রথম শনাক্ত করা হয় করোনাভাইরাস (কভিড-১৯)। এরপর দেশটির ৩ হাজারের বেশি মানুষের প্রাণ নিয়েছে এই ভাইরাস। আক্রান্ত হয়েছে ৮২ হাজারের বেশি। তবে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় একে একে খুলতে শুরু করেছে চীনের শিল্প-কারখানাগুলো। তবে বর্তমানে তারা বেশি গুরুত্ব দিচ্ছে চিকিৎসাসামগ্রী তৈরিতে। বিশেষ করে গোটা বিশ্বসহ ভারতকে ভেন্টিলেটর, পিপিই কিট সরবরাহ করতে চায় চীন।

সর্বশেষ খবর