শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

প্রথম করোনার হদিস পেয়েছিলেন স্কুলত্যাগী ছাত্রী ১৯৬৪ সালে

প্রথম করোনার হদিস পেয়েছিলেন স্কুলত্যাগী ছাত্রী ১৯৬৪ সালে

সারা বিশ্বজুড়ে এখন শুধু একটাই নাম-করোনাভাইরাস। এই ভাইরাস এখন গোটা দুনিয়ার ঘুম কেড়ে নিয়েছে। মৃত্যুপুরী বানিয়ে দিচ্ছে একের পর এক দেশকে। কিন্তু জানেন কি করোনাভাইরাস কে প্রথম আবিষ্কার করেছিলেন? যিনি এই করোনাভাইরাস আবিষ্কার করেছিলেন তিনি স্কুলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছিলেন মাত্র ১৬ বছর বয়সেই। তার নাম জুন আলমেইডা। স্কটল্যান্ডের এক বাসচালকের মেয়ে। ১৯৬৪ সালে লন্ডনের সেন্ট থমাস হাসপাতালের গবেষণাগারে প্রথম এই মারণ ভাইরাসের অস্তিত্ব আবিষ্কার করেছিলেন। ১৯৩০ সালে জুন হার্টে জন্মগ্রহণ করেন জুন আলমেইডা। গ্লাসগোর আলেজান্দ্রা পার্কের কাছাকাছি টেনেমেন্ট এলাকায় বড় হয়ে ওঠেন তিনি। ১৬ বছর বয়সেই  ছেড়েছিলেন স্কুল। এরপর গ্লাসগো রয়্যাল ইনফার্মারিতে হিস্টোপ্যাথলজিতে গবেষণাগার কর্মী হিসেবে কাজ শুরু করেন। তারপর পাড়ি দেন লন্ডনে। ১৯৫৪ সালে তিনি এনরিক আলমেইডাকে বিয়ে করেন, যিনি ছিলেন  ভেনেজুয়েলান শিল্পী। পরে এই দম্পতি ও তাঁদের মেয়েকে নিয়ে কানাডার টরেন্টোতে পাড়ি দেন। সেখানে অন্টারিও ক্যান্সার ইন্সটিটিউটে জুন আলমেইডা একটি ইলেকট্রনিক মাইক্রোস্কোপ নিয়ে তার অসামান্য দক্ষতা দেখান।

সর্বশেষ খবর