শনিবার, ১৮ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ব্রিটেনে ভার্চুয়াল পার্লামেন্ট

যুক্তরাজ্য প্রতিনিধি

করোনাভাইরাস প্রাদুর্ভাব চলাকালীন সময়ে ‘ভার্চুয়াল সংসদ’ করার পরিকল্পনা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে। প্রায় ৭০০ বছরের ঐতিহ্য ভেঙে প্রায় ১২০ জন এমপি প্রশ্ন জিজ্ঞাসা করতে জুম কলগুলিতে ডায়াল করতে পারবেন। আরও ৫০ জনকে ‘কঠোর সামাজিক দূরত্ব বিধির’ অধীনে চেম্বারে বসার অনুমতি দেওয়া হয়েছে। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েলে বলেছিলেন যে হাইব্রিড সমাধানটি সংসদ সদস্যকে ‘তাদের সম্প্রদায়ের নিকটবর্তী হতে’ এবং কভিড ১৯ মহামারী চলাকালীন ‘সরকারকে তাদের তদন্তের গুরুত্বপূর্ণ কাজ’ চালিয়ে যেতে দেবে। তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি এমপি বা ওয়েস্টমিনিস্টার এস্টেটে কাজ করা হাজার হাজার কর্মী চান না যেহেতু দেশ লকডাউনে রয়ে গেছে।

সর্বশেষ খবর