রবিবার, ১৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

রহস্য উন্মোচনের চেষ্টা বিজ্ঞানীদের

সুস্থরা ফের করোনা পজিটিভ

রহস্য উন্মোচনের চেষ্টা বিজ্ঞানীদের

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে ওঠার পর দক্ষিণ কোরিয়ায় অন্তত ১৬৩ জন পুনঃপরীক্ষায় নতুন করে পজিটিভ হয়েছেন। চীনেও সুস্থ হয়ে ওঠাদের মধ্যে বেশ কিছুসংখ্যক নতুন করে পরীক্ষায় পজিটিভ এসেছেন। সুস্থ হয়েও ফের পজিটিভ হওয়ার ঘটনা নিয়ে এক ধরনের রহস্য তৈরি হয়েছে। দক্ষিণ কোরিয়াসহ বিশ্বব্যাপী এ নিয়ে বিজ্ঞানী ও চিকিৎসক মহলে এক ধরনের নতুন উদ্বেগ বিরাজ করছে। দক্ষিণ কোরিয়ার স্বাস্থ্য কর্মকর্তারা এ রহস্য উন্মোচন করার চেষ্টা চালাচ্ছেন বলে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপ-পরিচালক জানিয়েছেন। 

সুস্থ হয়ে ওঠাদের ফের পজিটিভ হওয়ার ঘটনাগুলো একটি প্রশ্ন তৈরি হয়েছে : আক্রান্ত হওয়া ব্যক্তি দ্বিতীয়বার আক্রান্ত হতে পারেন কিনা? দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র শুক্রবার জানায়, দেশটিতে সুস্থ হয়ে ওঠাদের নতুন করে সংক্রমিত হওয়ার হার খুবই কম। সেখানে সুস্থ হওয়া ওঠা ৭৮২৯ জনের মধ্যে মাত্র ২.১ ভাগ পুনঃপরীক্ষায় পজিটিভ এসেছেন। তবে ভাইরাসটি থেকে সেরে ওঠাদের মধ্যে কতজনের ফের পরীক্ষা করা হয়েছে তা অবশ্য পরিষ্কার নয়। বেশি বেশি পরীক্ষার মাধ্যমে অতি অল্প সময়ে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে এনে দক্ষিণ কোরিয়া এরই মধ্যে বিশ্বে একটি অনন্য নজির তৈরি করেছে। তাই সুস্থ হয়ে ওঠাদের ফের পজিটিভি আসার ব্যাপারটি দেশটির কর্তৃপক্ষের মধ্যে নিঃসন্দেহে একটি উদ্বেগ তৈরি করেছে। এ প্রসঙ্গে দেশটির রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের উপ-পরিচালক কোন জুন উক বলেন, ‘এখন পর্যন্ত কোনো আভাস নেই যে যারা ভাইরাসের পুনঃপরীক্ষায় পজিটিভ এসেছেন তারা সংক্রামক; যদিও তাদের প্রায় ৪৪ শতাংশের মাঝে মাঝারি ধরনের উপসর্গ লক্ষ্য করা গেছে।’

তবে তিনি সতর্কবার্তা দিয়ে বলেছেন যে, প্রাকৃতিকভাবে ইমিউনিটি লাভের বিষয়টিসহ করোনাভাইরাসটির অনেক দিক রয়েছে যেগুলো সম্পর্কে বিজ্ঞানীরা এখনো কিছুই জানেন না। ভাইরাসটিকে খুবই ভয়ানক ও কঠিন শত্রু আখ্যায়িত করে তিনি বলেন, ‘মানবসভ্যতা সাম্প্রতিক সময়ে যতগুলো ভাইরাসের মুখোমুখি হয়েছে তার মধ্যে কভিড-১৯ হচ্ছে সবচেয়ে ভয়ানক সংক্রামক রোগ।’ সূত্র : সিএনএন

সর্বশেষ খবর