সোমবার, ২০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনার উৎপত্তিস্থল বিতর্ক

স্বাধীন তদন্তের দাবি অস্ট্রেলিয়ার

স্বাধীন তদন্তের দাবি অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের পর নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় চীনের স্বচ্ছতা নিয়ে এবার প্রশ্ন তুলেছে অস্ট্রেলিয়া। ভাইরাসটির উৎস ছড়িয়ে পড়ার বিষয়ে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে দেশটি। খবর রয়টার্সের

গত বছরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে অবস্থিত বন্যপ্রাণীদের একটি বাজার থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে ধারণা করা হয়। জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান অনুযায়ী, ভাইরাসে সর্বশেষ খবর পর্যন্ত আক্রান্ত হয়েছেন অন্তত ২৩ লাখ মানুষ এবং মারা গেছেন ১ লাখ ৬০ হাজারের বেশি। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিসে পাইনে বলেন, ‘করোনাভাইরাস মোকাবিলায় চীনের স্বচ্ছতা নিয়ে তার খুবই উঁচু মাত্রার উদ্বেগ রয়েছে।’

তিনি বলেন, ‘করোনাভাইরাস ঘিরে যে ঘটনাগুলো ঘটেছে, তা স্বাধীনভাবে পর্যালোচনা করা দরকার এবং আমি মনে করি এটা করা গুরুত্বপূর্ণ। এটা হোক তা অস্ট্রেলিয়া সম্পূর্ণ দৃঢ়ভাবে চাইবে।’ গতকাল অস্ট্রেলিয়ার এবিসি টিভি চ্যানেলকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী পাইনে।

সর্বশেষ খবর