বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
জাতিসংঘের হুঁশিয়ারি

খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে ১৩ কোটি মানুষ

খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে ১৩ কোটি মানুষ

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা মহামারীর কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দায় চরম খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা মানুষের সংখ্যা চলতি বছর দ্বিগুণ বাড়তে পারে বলে হুঁশিয়ার করে দিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। গতকাল  প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এ বছর ১৩ কোটি মানুষ নতুন করে খাদ্য নিরাপত্তাহীনতায় পড়তে পারে। ইতিমধ্যে এই সংকটে মানুষের সংখ্যা প্রায় ১৩ কোটি ৫০ লাখ। পর্যটন রাজস্ব হারানো, প্রবাসীদের আয় পাঠানো কমে যাওয়া এবং ভ্রমণ ও মহামারী সংশ্লিষ্ট অন্যান্য বিধিনিষেধের কারণে আয় কমে যাওয়ায় এই পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।

বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ইতিমধ্যে এক লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তথ্য অনুযায়ী এ পর্যন্ত বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে এই মহামারীতে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৭৫ হাজার ৮৪১। ভাইরাসটির বিস্তার ঠেকাতে বিশ্বের বহু দেশে আরোপ করা হয়েছে কঠোর লকডাউন। জেনেভায় প্রকাশ করা ডব্লিউএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এই পরিস্থিতিতে ডব্লিউএফপির নিজস্ব কর্মসূচিসহ খাদ্য সহায়তা কর্মসূচি চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ।     এই কর্মসূচি বিশ্বের প্রায় ১০ কোটি মানুষের লাইফলাইন হিসেবে কাজ করে থাকে।’ এক সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ এবং গবেষণা, মূল্যায়ন ও পর্যবেক্ষণ পরিচালক আরিফ হুসেইন বলেন, ‘ইতিমধ্যে ঝুঁকির মধ্যে থাকা লাখ লাখ মানুষের জন্য করোনাভাইরাস সম্ভবত বিপর্যয়কর হতে যাচ্ছে।’ রয়টার্স। 

সর্বশেষ খবর