শিরোনাম
বুধবার, ২২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সিঙ্গাপুরে লকডাউন আরও এক মাস

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব থামাতে সিটি স্টেট সিঙ্গাপুরে লকডাউনের মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ১ জুন পর্যন্ত করা হয়েছে। সেইসঙ্গে বিদ্যমান ব্যবস্থাগুলো ৪ মে পর্যন্ত আরও জোরদার করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি সিয়েন লুং করোনা পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে দেওয়া চতুর্থ ভাষণে এসব কথা জানিয়েছেন। খবর স্টার অনলাইন মালয়েশিয়ার। সিঙ্গাপুরে কডিড-১৯ রোগে সর্বশেষ খবর পর্যন্ত ৯,১২৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ জন। আক্রান্তদের বেশিরভাগই বিদেশি শ্রমিক।

করোনার বিস্তাররোধে গৃহীত পদক্ষেপে প্রথমদিকে বেশ সফলতা পেয়েছিল সিঙ্গাপুর। অনেক দেশ দেশটির পদক্ষেপের প্রশংসা করে মডেল হিসেবে নিয়েছিল। কিন্তু মার্চের শেষ দিক থেকে দেশটিতে দ্বিতীয় ধাপে (সেকেন্ড ওয়েভ) হঠাৎ করেই করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে। চলতি মাসের শুরু থেকেই প্রতিদিন বাড়ছে রোগীর সংখ্যা। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় গতকাল দুপুরে জানায়, এ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১,১১১ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মাত্র ২০ জন দেশটির নাগরিক ও স্থায়ী বাসিন্দা।

সর্বশেষ খবর