বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

আইসোলেশনে ইমরান খান

আইসোলেশনে ইমরান খান

করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় এবার আইসোলেশনে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। নিজের লালারসের নমুনাও পরীক্ষা করিয়েছেন তিনি। তার রিপোর্ট এখনো আসেনি। রিপোর্টের ফলাফল না জানা পর্যন্ত আইসোলেশনেই থাকবেন তিনি। করোনা পরিস্থিতি সামাল দিতে গত ১৫ এপ্রিল ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন সে দেশের স্বেচ্ছাসেবী ও জনকল্যাণমূলক সংস্থা এধি ফাউন্ডেশনের চেয়ারম্যান ফয়জল এধি। সরকারের করোনা ত্রাণ প্রকল্পে এক কোটি ডলার দান করেন তিনি। তারপরই অসুস্থ হয়ে পড়েন ফয়জল এধি। পরীক্ষায় তার শরীরে কভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তারপরই তার সঙ্গে ইমরানের সাক্ষাৎ নিয়ে শোরগোল শুরু হয়। প্রধানমন্ত্রীর দফতর বলছে, দুজনের মধ্যে মিনিট সাতেকই কথা হয়েছিল। কিন্তু সাক্ষাতের সময় কেউ গ্লাভস পরেছিলেন না। মুখে মাস্কও ছিল না দুজনের কারও। তাই ফয়জল এধি করোনা আক্রান্ত হয়েছেন জানতে পেরেই আইসোলেশনে চলে যান ইমরান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর