বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ভাইরাস ছড়ানোয় চীনের হাত এবার প্রতারণার মামলা

অ্যাটর্নি জেনারেল স্মিত বলেন, ‘গোটা বিশ্বকে ভাইরাস ও তার ভয়াবহতা নিয়ে মিথ্যা কথা বলেছে চীন

করোনাভাইরাস নিয়ে চীনের বিরুদ্ধে অভিযোগ তুলেছে অনেক দেশই। তবে এবার একেবারে সরাসরি আদালতের কাঠগড়ায় তোলা হলো চীনকে। করোনা মহামারীর ঘটনায় চীনের বিরুদ্ধে হওলা প্রতারণার মামলা। মঙ্গলবার মার্কিন স্টেট মিসৌরি এই মামলা করেছে। ফেডারেল কোর্টে মামলা দায়ের করেন সেখানকার অ্যাটর্নি জেনারেল এরিক স্মিত। মামলায় বলা হয়েছে, ভয়াবহতা, মৃত্যু, যন্ত্রণা ও বিপুল আর্থিক ক্ষতির জন্য দায়ী চীন। অ্যাটর্নি জেনারেল স্মিত বলেন, ‘গোটা বিশ্বকে ভাইরাস ও তার ভয়াবহতা নিয়ে মিথ্যা কথা বলেছে চীন। বিশ্বকে সজাগ করতে কোনো সতর্কতা ও প্রস্তুতি নেওয়ার কথা জানায়নি চীন। শুধু তাই নয়, রোগ ছড়িয়ে পড়া থেকে আটকানোর চেষ্টা করেনি।’ তার দাবি, চীনের কর্মকর্তারা, গবেষকরা এবং কমিউনিস্ট পার্টির সদস্যরা প্রত্যেকে ভুল বার্তা ছড়িয়েছেন। তথ্য চেপে দেওয়া এবং ভাইরাসের ভয়াবহতা বোঝানো হয়নি বলেও অভিযোগ তুলেছেন তিনি। আমেরিকার এই স্টেটে করোনায় মৃতের সংখ্যা ২২০। আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৬৩। স্মিত বলেন, ‘মিসৌরিতে ভয়ঙ্কর প্রভাব ফেলেছে করোনা। অনেকের মৃত্যু হয়েছে। ছোট ব্যবসা বন্ধ হয়ে গেছে। খাবার পাচ্ছেন না অনেকে।’ মামলায় চীনের ভয়ঙ্কর শাসন ব্যবস্থার ও তার অপব্যবহারের ইঙ্গিত দেওয়া হয়েছে। বলা হয়েছে, গুরুত্বপূর্ণ সময়ে চীন সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করেছে। ঠিকমতো তথ্য দেওয়া হয়নি। যারা রোগের কথা জানাতে চেয়েছে তাদের গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ খবর