শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

শরীরের বিভিন্ন অংশে জমাট বাঁধছে রক্ত

করোনার নতুন উপসর্গ ভাবাচ্ছে চিকিৎসকদের

ভয়ঙ্কর প্রভাবের সঙ্গে সঙ্গে ভয়ঙ্করভাবে রূপও বদলাচ্ছে করোনাভাইরাস। কখনো উপসর্গ ছাড়াই মানবদেহে বাসা বাঁধছে এই ভাইরাস। কখনো আবার ১৪ দিন কোয়ারেন্টাইন শেষ হওয়ার পর কোনো ব্যক্তির শরীরে করোনার সন্ধান মিলছে। এখন আবার রক্ত জমাট বাঁধিয়ে দিচ্ছে করোনা। নিউইয়র্কের একটি হাসপাতালে এমন একাধিক রোগীর সন্ধান মিলেছে। কখনো রক্ত জমাট বাঁধছে মস্তিষ্কে, কখনো ফুসফুসে, কখনো আবার অন্য কোনো অঙ্গে। ফলে মৃত্যু হচ্ছে রোগীর। ওই হাসপাতালের চিকিৎসকরা রোগীর কিডনি ডায়ালাইসিসে জমাট বাঁধা রক্ত পেয়েছেন। কয়েকজন করোনা আক্রান্ত ব্যক্তির ভেন্টিলেটর পর্যবেক্ষণ করে দেখা যায় ফুসফুসের কিছু অংশ অদ্ভুতভাবে রক্তহীন। অনেকেই আবার রক্ত জমাট বাঁধার কারণে স্ট্রোকের মুখোমুখি হয়েছেন। সেই সব আক্রান্তের বয়সও যথেষ্ট কম। হাসপাতালের চিকিৎসক ড. মক্কো জানিয়েছেন, এই রোগের ফলে রক্ত জমাট বেঁধে যাওয়া তাকে অবাক করেছে। তিনি আরও বলেছেন, সাধারণত চিকিৎসকরা মনে করছেন, কভিড-১৯ ফুসফুসে হামলা করে। কিন্তু একজন তরুণ রোগীর ক্ষেত্রে স্ট্রোকই ছিল প্রথম লক্ষণ। চিকিৎসকরা জানিয়েছেন করোনার এই উপসর্গ রোগীকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে দ্রুত। তবে এই রক্ত জমাট বাঁধা রোধ করতে কোনো ‘অ্যান্টি ক্লোটিং’ ড্রাগ ব্যবহার করা যায় কিনা তা এখনো পরীক্ষণীয়।

সর্বশেষ খবর