শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

কড়া পদক্ষেপে সফল হচ্ছে অস্ট্রেলিয়া

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে অস্ট্রেলিয়ায়। বৃহস্পতিবার দেশটিতে নতুন করে মাত্র আটজন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে- যা দেশটির জন্য কিছুটা স্বস্তির। প্রথমদিকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। কিন্তু সরকারের কঠোর পদক্ষেপের কারণে করোনা যুদ্ধে জয়ের পথে এগিয়ে যাচ্ছে অস্ট্রেলিয়া। দেশটির পাঁচটি রাজ্য ও অঞ্চলে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। অপরদিকে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যে নতুন করে মাত্র একজন করোনায় আক্রান্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় কুইন্সল্যান্ডে দুজন এবং নিউসাউথ ওয়েলসে পাঁচজন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি।

সর্বশেষ খবর