শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

পারস্য উপসাগরে রণতরী যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা

পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন নৌবাহিনী উসকানিমূলক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ইরান। সেখানে ইরানি গানবোট থেকে মার্কিন রণতরীকে সতর্ক করা হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভির বরাত দিয়ে বার্তা সংস্থা ইরনা এ সংবাদ জানিয়েছে। পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন বাহিনীর হয়রানি ও উসকানিমূলক তৎপরতার প্রতিবাদ জানাতে বৃহস্পতিবার তেহরানে মার্কিন স্বার্থ রক্ষাকারী সুইস রাষ্ট্রদূতকে তলব করা হয়। তিনি জানান, পারস্য উপসাগরে ইরানের জলসীমার কাছে মার্কিন নৌজাহাজের ‘অবৈধ ও গোলযোগপূর্ণ উপস্থিতি’র ব্যাপারে ইরানের ‘তীব্র প্রতিবাদ’ জানানো হয়। প্রসঙ্গত, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, ইরানি সেনারা মার্কিন রণতরীর জন্য সমস্যা তৈরি করলে ইরানি গানবোটে গুলি চালানো হবে।

সর্বশেষ খবর