শনিবার, ২৫ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

২০ বছরে উত্তর ভারতে বায়ুদূষণ সবচেয়ে কম

বিশ্বজুড়ে মহামারী রূপ নিয়েছে করোনা। প্রাণঘাতী এ ভাইরাসের বিষাক্ত ছোবলে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চল। প্রতি মুহূর্তে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। ভারতেও হানা দিয়েছে করোনা। দেশটিতে চলছে লকডাউন। ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জরুরি প্রয়োজন ছাড়া মানুষকে ঘরের বাইরে বের না হতে উদ্বুদ্ধ করা হচ্ছে। গাড়ি চলছে না, বন্ধ স্কুল-কলেজ ও কলকারখানা।

এ সুযোগে প্রকৃতি অপরূপ রূপে সেজেছে। যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানালো, উত্তর ভারতে ২০ বছরে বায়ুদূষণ সবচেয়ে   কম। শীতকাল এলেই উত্তর ভারত, বিশেষ করে দিল্লিতে বায়ুদূষণ অতিষ্ঠ করে তোলে জনজীবন। কিন্তু করোনাভাইরাসের লকডাউনে বিশুদ্ধ বায়ু ভারতজুড়ে।

সর্বশেষ খবর