রবিবার, ২৬ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইতালিতে করোনায় মারা গেলেন ১৫০ চিকিৎসক

ইতালিতে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ১৫০ চিকিৎসকের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হয়ে মারা গেছেন। দেশটির চিকিৎসকদের একটি সংগঠন শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান। সংগঠনের বিবৃতিতে বলা হয়, ইতালিতে করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় ১০ শতাংশই হচ্ছেন চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী।  এদিকে, করোনাভাইরাস মহামারীর পরিপ্রেক্ষিতে সামনে আসা দেশটির ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে একটি অধ্যাদেশ জারি করেছে ইতালি সরকার। ‘কুরা ইতালিয়া’ নামে এ অধ্যাদেশে (ডিক্রি) স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি সাধনের লক্ষ্যে ২৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে। তবে চিকিৎসা সংশ্লিষ্ট সংগঠনগুলো এ বরাদ্দ যথেষ্ট নয় জানিয়ে এর তীব্র সমালোচনা করছে। এএনএএও নামে পৃথক একটি সংগঠন এক বিবৃতিতে সরকারের এ বরাদ্দকে ‘সম্পূর্ণ হতাশাজনক’ হিসেবে আখ্যায়িত করেছে। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, ইতালিতে সর্বশেষ খবর পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১ লাখ ৯৩ হাজার। এর মধ্যে মারা গেছেন অন্তত ২৫,৯৬৯ জন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর