শিরোনাম
সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ঈদের সময় যেন বিশ্ব করোনামুক্ত হয় : মোদি

কলকাতা প্রতিনিধি

ঈদের সময় যেন বিশ্ব করোনামুক্ত হয় : মোদি

রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘এ বছর ঈশ্বরের কাছে আমাদের দোয়া করতে হবে যে, ঈদের সময় যেন গোটা বিশ্ব করোনাভাইরাসমুক্ত হয়ে যায়।’ গতকাল রেডিওতে ৬৪তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসব কথা বলেন। করোনাভাইরাসের বিরুদ্ধে ভারতের লড়াই সারা বিশ্বে চর্চিত হবে মনে বলে মনে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা মোকাবিলায় যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার উল্লেখ করার পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ যেভাবে এগিয়ে এসেছেন তারও প্রশংসা করেছেন মোদি।

করোনার ফলে জনগণের স্বভাবেও পরিবর্তন এসেছে বলে মনে করেন মোদি। রমজানকে সেবা-সমবেদনার প্রতীক হিসেবে দেখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘অতীতে যখন রমজান পালন করা হয়েছে, তখন কেউ কোনো দিন ভাবেনি যে এই বছর রমজানের সময় এত সমস্যার মুখে পড়তে হবে। এ বছর ঈশ্বরের কাছে আমাদের দোয়া করতে হবে যে, ঈদের সময় যেন গোটা বিশ্ব করোনাভাইরাসমুক্ত হয়ে যায়।’

প্রধানমন্ত্রী মোদি বলেন, ‘করোনা মোকাবিলায় ভারতের যুদ্ধ হলো জনগণ দ্বারা পরিচালিত।  আপনারা এর বিরুদ্ধে লড়াই করছেন, প্রশাসনও আপনাদের সঙ্গে লড়াই করছে। আমাদের ভারতের মতো দেশ এভাবেই এক লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। এই লড়াইয়ে আপনারা প্রত্যেকেই একজন সৈনিক।’

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর