সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
করোনা নিয়ে সংবাদ সম্মেলন

স্রেফ ‘সময় নষ্ট’ বললেন ট্রাম্প

স্রেফ ‘সময় নষ্ট’ বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর থেকেই নিয়মিত এ নিয়ে সংবাদ সম্মেলন করে আসছিলেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ অবস্থায় অনেকেই বলছিলেন, করোনা ইস্যুতে সংবাদ সম্মেলনে মজেছেন ট্রাম্প। যে যাই হোক, এসব সংবাদ ব্রিফিংয়ে উল্টাপাল্টা কথা বলে বরং প্রেসিডেন্ট নিজের ইমেজই নষ্ট করছেন বলে তার প্রশাসনের কয়েকজন উপদেষ্টার বরাতে দেশটির গণমাধ্যমে খবর পরিবেশিত হচ্ছিল। নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছিলেন তারা। শেষ পর্যন্ত তা হয়তো কানে নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প কারণ এবার করোনা পরিস্থিতি নিয়ে হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলন করাটাকে ‘সময়ের অপচয়’ বললেন ট্রাম্প! শনিবার এক টুইটে এমন মন্তব্য করেছেন তিনি। এক সংবাদ সম্মেলনে করোনা আক্রান্তদের শরীরে জীবাণুনাশক ঢোকানোর পরামর্শ দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ার দুদিন পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইট বার্তায় ওই মন্তব্য করেন।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসে নিয়মিত সংবাদ সম্মেলন বন্ধ করার কথা চিন্তা করছেন ট্রাম্প। কারণ এসব সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে রীতিমতো কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট। এছাড়া মহামারী নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন করা হলে ক্ষিপ্তও হয়ে ওঠেন ট্রাম্প।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর