সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

বার্লিনে লকডাউনবিরোধী বিক্ষোভ গ্রেফতার শতাধিক

বার্লিনে লকডাউনবিরোধী বিক্ষোভ গ্রেফতার শতাধিক

করোনা সংক্রমণ রুখতে জনজীবনের ওপর আরোপিত বিধিনিষেধের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে জার্মানির রাজধানী বার্লিনে। শনিবার বার্লিনের কেন্দ্রস্থলে জড়ো হয়ে প্রতিবাদকারীরা বিভিন্ন সেøাগান দিতে থাকে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি হয়। সেখান থেকে শতাধিক ব্যক্তিকে  গ্রেফতার করা হয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে জানা গেছে, কিছু প্রতিবাদকারী নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করেছেন, রাস্তায় বসা তাদের অধিকাংশের মুখে মাস্ক ছিল, কিন্তু অন্যরা একসঙ্গে জড়ো হয়েই বিক্ষোভ দেখায়। প্রতিবাদকারীদের হাতে ধরা বিভিন্ন প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘সাংবিধানিক অধিকার রক্ষা কর, স্বাধীনতা সবকিছু নয়, কিন্তু স্বাধীনতা ছাড়া সব অর্থহীন, আমার জীবন  ফেরত চাই’- এরকম নানা সেøাগান। জার্মানির স্বাস্থ্য কর্তৃপক্ষগুলো প্রকাশ্যে বিক্ষোভের অনুমতি না দেওয়ায় মুখে মাস্ক পরা দাঙ্গা পুলিশ বিক্ষোভকারীদের বাধা দেয়। বিশ্বের অন্যান্য দেশের মতো জার্মানিও কভিড-১৯ বিস্তার রোধে লকডাউন চালু করে। ১৭ মার্চ থেকে সেখানে দেশজুড়ে কঠোর লকডাউন জারি আছে। পুলিশের মুখপাত্র থিলো কাবলিটজ জানান, সংবাদপত্র বিতরণের মাধ্যমে প্রচার অনুষ্ঠান করার অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু প্রকাশ্যে বিক্ষোভ করার অনুমতি দেওয়া হয়নি। করোনাভাইরাসের এই সময় নিয়ন্ত্রণ বিধি অনুযায়ী আমরা সমাবেশ প্রতিরোধ করতে বাধ্য। বিশ্বব্যাপী কভিড-১৯ আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও ফ্রান্সের পর পঞ্চম শীর্ষ স্থানে রয়েছে জার্মানি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর