সোমবার, ২৭ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

নিউইয়র্কে ফার্মেসিতেও করোনা পরীক্ষার অনুমতি

নিউইয়র্কে ফার্মেসিতেও করোনা পরীক্ষার অনুমতি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এখন করোনা মহামারীতে মৃত্যুর কেন্দ্রভূমিতে পরিণত হয়েছে। হাসপাতালগুলোতে রোগীর সংকুলান হচ্ছে না। সন্দেহভাজনকে পরীক্ষা করাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির গভর্নর ঘোষণা দিয়েছেন, নিউইয়র্কে ফার্মেসি বা ওষুধের দোকানেও ভাইরাসটির পরীক্ষা করা যাবে।

বিবিসির খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৯ লাখ ৩৮ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রাণহানি ঘটেছে ৫৩ হাজার ৭৫১ জনের। মৃতদের তিন ভাগের একভাগই নিউইয়র্ক শহরের। এমন ভয়ানক পরিস্থিতির মধ্যে রাজ্য গভর্নর অ্যান্ডু কুমো সিদ্ধান্ত নিয়েছেন, আরও বেশি করোনাভাইরাস শনাক্তে পরীক্ষা করানোর জন্য ফার্মেসিগুলোকেও অনুমতি দেওয়া হবে। শনিবারই নিউইয়র্ক রাজ্যজুড়ে পাঁচ হাজার ফার্মেসিকে অনুমোদন দেওয়া হয়েছে। গভর্নর আশা করছেন, এতে দৈনিক ৪০ হাজার মানুষের পরীক্ষা করা সম্ভব হবে। শনিবার এক ব্রিফিংয়ে কুমো বলেন, করোনার পরীক্ষার জন্য আরও চারটি সরকারি হাসাপাতালে ব্যবস্থা করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর