বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লামার শরীরেই অ্যান্টিবডি!

লামার শরীরেই অ্যান্টিবডি!

সামাজিক দূরত্ব, স্যানিটাইজার, মাস্ক এসব দিয়ে হয়তো কিছুটা ঠেকানো যাবে। কিন্তু করোনাকে পুরোপুরি রোধ করতে প্রতিষেধকই একমাত্র উপায়। তাই সেদিকেই তাকিয়ে আছে গোটা পৃথিবী। দেশে দেশে চলছে গবেষণা, এন্তার টাকা ঢালা হচ্ছে ওষুধ কোম্পানির গবেষণাগারে। কবে একটু আশার আলো দেখবে পৃথিবী। শুধু তাই নয়, করোনা উপসমে গোটা বিশ্বে চলছে নানা টোটকারও ব্যবহার। এর  মধ্যে বেলজিয়ামের ‘ভামস ইনস্টিটিউট ফর বায়োটেকনলজি’র গবেষকরা বলছেন, তারা আশার আলো দেখছেন এক প্রাণীর শরীর থেকে প্রতিষেধক  তৈরির। সেই প্রাণীটি দক্ষিণ আমেরিকার জনপ্রিয় পশু লামা। আর তার শরীরেই নাকি রয়েছে অ্যান্টিবডি, যা এই ভাইরাস নিষ্ক্রিয় করতে পারে। তবে এ ব্যাপারে আরও গবেষণা হবে বলে সানডে টাইমসের একটি রিপোর্টে জানা গেছে। লামা মূলত দক্ষিণ আমেরিকার পশু, দেখতে অনেকটা ভেড়ার মতো, তবে আকারে অনেক বড়। এখানকার উপজাতির মানুষ এই প্রাণীকে ব্যবহার করে। চাষবাসের কাজে লাগানো হয় এই প্রাণীকে। এর মাংসও খায় অনেকে। এই অ্যান্টিবডি এর আগে এইচআইভির জন্য গবেষণায় ব্যবহার করা হয়। এরপর মার্স ও সার্সের ক্ষেত্রে এই অ্যান্টিবডির কার্যকারিতা দেখা গিয়েছিল। ১৯৮৯ সালে প্রথম ব্রাসেলস ইউনিভার্সিটির গবেষণায় উঠে এসেছিল যে এই প্রজাতির পশু অর্থাৎ উট কিংবা লামার শরীরে এরকম অ্যান্টিবডি থাকে।

সর্বশেষ খবর