বুধবার, ২৯ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

অনন্য কিউবা

প্রাণঘাতী করোনার বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে সহায়তা করতে প্রতিনিয়ত নজিরবিহীন সহায়তার দৃষ্টান্ত গড়ে চলেছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের সমাজতান্ত্রিক রাষ্ট্র কিউবা। এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২০টি দেশে কয়েকশ বিশেষজ্ঞ চিকৎসক ও স্বাস্থ্যকর্মী পাঠিয়ে করোনা মোকাবিলায় সহায়তা করছে দেশটি। এ সহায়তার অংশ হিসেবে এবার দক্ষিণ আফ্রিকায় দুই শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী পাঠিয়েছে কিউবা। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বার্তাসংস্থা এএফপি বলছে, আফ্রিকা মহাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ চার হাজার ৫৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে দক্ষিণ আফ্রিকায়। ইতিমধ্যে এ ভাইরাসে দেশটিতে মারা গেছেন ৮৭ জন।  সোমবার কিউবার পাঠানো চিকিৎসক প্রতিনিধি দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে দেশটির বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কিউবার ২১৭ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন। করোনাভাইরাস মহামারীর বিস্তারের লাগাম টানার কাজে সহায়তা করতে তারা এসেছেন। কিউবার এ বিশেষজ্ঞ দলে রয়েছেন মহামারী বিশেষজ্ঞ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, পারিবারিক চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রযুক্তি প্রকৌশলী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর