বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
সম্পর্কে অবনতির ইঙ্গিত!

নরেন্দ্র মোদিকে ‘আনফলো’ করল হোয়াইট হাউস

নরেন্দ্র মোদি এবং ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব আন্তর্জাতিক মহলে সর্বজনবিদিত। দুই রাষ্ট্রনেতার সম্পর্কের হৃদ্যতা নিয়ে কোনো প্রশ্ন এতদিন ছিল না। দুই নেতাই ক্ষমতায় বসার পর ভারত ও আমেরিকার সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে বলে দাবি করা হয়। কিন্তু হঠাৎই যেন সেই সম্পর্কে ছন্দপতন হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টুইটারে আনফলো করে দিয়েছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন  হোয়াইট হাউস। মোদির ব্যক্তিগত টুইটার হ্যান্ডেলের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রীর দফতর এবং রাষ্ট্রপতির দফতরসহ ভারতের সঙ্গে সম্পর্কিত মোট ৫টি টুইটার অ্যাকাউন্ট আনফলো করেছে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন। আশ্চর্যের বিষয় হলো, সপ্তাহ তিনেক আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দসহ এই পাঁচটি টুইটার হ্যান্ডেল ফলো করা শুরু করে হোয়াইট হাউস। হোয়াইট হাউস ফলো করত ১৯ জনকে। সেই ১৯ জনের মধ্যে ৬ জনকে আনফলো করল মার্কিন প্রেসিডেন্টের বাসভবন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর