বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রে ফের ২,২০০-এর বেশি মৃত্যু

করোনা রুখতে পারছে না ট্রাম্প প্রশাসন

মৃত্যুমিছিল কোনোভাবেই থামছে না যুক্তরাষ্ট্রে। মঙ্গলবার ফের দেশটিতে করোনায় মৃত্যু হলো ২ হাজার ২০০ জনের; যার জেরে এখন পর্যন্ত ট্রাম্পের দেশে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ২৬৬ জনের। বিশ্বের মধ্যে মার্কিন মুলুকেই মৃতের সংখ্যা সর্বাধিক।     গতকাল পর্যন্ত দেশটিতে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১০ লাখ ৩৫ হাজার ৭৬৫ জন।

গতকালের পরিসংখ্যান অনুযায়ী, ট্রাম্পের দেশে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ১ লাখ ৪২ হাজার ২৭৮। বিশ্বজুড়ে যত মানুষের মৃত্যু হয়েছে, তার চার ভাগের এক ভাগ শুধু যুক্তরাষ্ট্রের। পরিসংখ্যান জানাচ্ছে, দেশের মধ্যে নিউইয়র্কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। সেখানে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ২৩ হাজার ১৪৪ জনের। এর পরই রয়েছে নিউজার্সি। সেখানে আক্রান্ত ১ লাখ ১৪ হাজার জন। সেখানে মৃতের সংখ্যা প্রায় ৭ হাজার।

যুক্তরাষ্ট্রের পরই মৃত্যুমিছিলের তালিকায় নাম লিখিয়েছে ইতালি। সেখানে মৃতের সংখ্যা ২৫ হাজার ছুঁয়ে ফেলেছে। এর পরই তালিকায় রয়েছে স্পেন ও ফ্রান্স। তার পরই ব্রিটেন। তবে এসব দেশের চেয়ে মৃতের সংখ্যায় আড়াই গুণ এগিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর