শিরোনাম
শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় আক্রান্ত গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী

করোনায় আক্রান্ত গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী

পশ্চিম আফ্রিকার আটলান্টিক উপকূলবর্তী দেশ গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী নুনো গোমেস নাবিয়াম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। প্রধানমন্ত্রীর পাশাপাশি দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দে এবং আরও দুই মন্ত্রীও কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। খবর বিবিসির। দেশটির আন্তমন্ত্রণালয় করোনাভাইরাস কমিটির বেশ কয়েকজন সদস্যও রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে খোদ প্রধানমন্ত্রী নাবিয়াম জানিয়েছেন। সম্পদের অপ্রতুলতা ও ব্যবস্থাপনার অদক্ষতার কারণে গিনি বিসাউয়ের স্বাস্থ্যব্যবস্থার অবস্থা ভালো নয়। দেশটিতে এ পর্যন্ত শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ২০৫ এবং মৃত্যু হয়েছে একজনের। আফ্রিকান সেন্টারস ফর ডিজিজ অ্যান্ড প্রিভেনশনের (এসিডিসি) তথ্যানুযায়ী, আফ্রিকা মহাদেশে শনাক্ত হওয়া করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে এবং মৃত্যু হয়েছে ৫০০ জনেরও বেশি মানুষের।

 

সর্বশেষ খবর