শুক্রবার, ১ মে, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় লাখ ডলারের প্রাইজমানি থানবার্গের

করোনা মোকাবিলায় লাখ ডলারের প্রাইজমানি থানবার্গের

সুইডেনের কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ তার ১ লাখ টাকার প্রাইজমানি জাতিসংঘের শিশু তহবিলে দান করেছেন। এই অর্থ করোনাভাইরাসের কারণে লকডাউনের কবলে পড়া শিশু-কিশোরদের লেখাপড়া ও অন্যান্য সহায়তায় খরচ করা হবে। গতকাল ইউনিসেফ সূত্রে এ তথ্য জানা গেছে। ১৭ বছর বয়সী থানবার্গ এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাস মহামারীতে বিশ্বজুড়ে শিশু অধিকার ক্ষুণœ  হচ্ছে। এটা শিশুদের জন্য তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি বিরূপ প্রভাব ফেলবে। তবে অরক্ষিত শিশুদের জন্য এর ফল অত্যন্ত ভয়ঙ্কর হবে। সুইডিশ এই কিশোরী তার বিবৃতিতে সবাইকে বিশ্বজুড়ে শিশুদের কল্যাণে সহায়তাদানের আহ্বান জানান।

সর্বশেষ খবর