রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

লকডাউন শিথিল করে বিপদে জার্মানি

লকডাউন শিথিল করে বিপদে জার্মানি

অর্থনীতির চাকা ঘোরাতে লকডাউন তুলে নিতে দেশে দেশে চাপে পড়েছেন শীর্ষ নেতারা। করোনার হাত থেকে বাঁচতে মানুষকে ঘরে রাখার জন্য লকডাউন কড়াকড়ি করেছিল জার্মানি। লকডাউনের কারণে বিশাল অর্থনৈতিক ধাক্কার মুখোমুখি হচ্ছে তারা। মার্চের শেষের দিকে দেশটিতে  বেকারের সংখ্যা ছিল ২৩ লাখ যা এপ্রিলের শেষে দাঁড়িয়েছে ২৬ লাখ। কঠোর লকডাউন খুব বেশি দীর্ঘ করেনি জার্মানি। ইউরোপের অন্য দেশগুলোর মতো নতুন করে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা কমে আসায় জার্মানি লকডাউন শিথিল করে। তবে এতে হিতে বিপরীত চিত্র দেখা যাচ্ছে। হঠাৎ করেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে দেশটিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ৯৪৫ জনের শরীরে ধরা পড়েছে করোনাভাইরাস। গতকাল পর্যন্ত জার্মানিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৬১ হাজার ৭০৩ জন। গত শনিবার রবার্ট কশ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় প্রাণ হারিয়েছেন ৯৪ জন। এ নিয়ে সেখানে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ৫৭৫-এ। গত সোমবার লকডাউন শিথিল করা হয় জার্মানিতে। দেশটির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ঘোষণা দেন, দেশটির জাদুঘর, চিড়িয়াখানাগুলো শিগগিরই চালু করা হবে। ধর্মীয় সম্প্রদায়গুলো তাদের পরিসেবা আবার শুরু করতে পারবে। তবে রেস্টুরেন্টগুলো কিছু সময় নিয়ে খোলা হবে। এরই মধ্যে বেশ কিছু দোকান ও স্কুল খুলে দেওয়া হয়েছে। তবে এরপরই আশঙ্কাজনক হারে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা।

এ পরিস্থিতিতে সংক্রমণের হার কমাতে আবারও লকডাউন জারির হুঁশিয়ারি দিয়েছেন রাজনীতিবিদরা। এ বিষয়ে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলছেন, সংক্রমণের সংখ্যা কমানোর জন্য আমাদের অবশ্যই কাজ করতে হবে। যদি সংক্রমণ সেভাবে বাড়তে থাকে তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা নেব।

সর্বশেষ খবর