রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা

করোনায় পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুঝুঁকি বেশি

করোনায় পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুঝুঁকি বেশি

করোনাভাইরাসে আক্রান্ত হলে পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের বেঁচে থাকার সম্ভাবনা কম। ব্রিটিশ গবেষকদের এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট গবেষণায় বলা হয়েছে, ব্রিটেনের হাসপাতালগুলোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর হার পর্যালোচনা করে দেখা গেছে, পুরুষ ও স্থূলকায় ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার অন্যদের থেকে বেশি। তবে চীনে এমনটা দেখা যায়নি। এর কারণ হতে পারে চীন ও ব্রিটেনে স্থূলকায় মানুষের সংখ্যায় তারতম্য। ২০১৬ সালে চীনের মোট প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৬ দশমিক ৬ শতাংশই ছিল স্থূলকায়। ২০১৭ সালে ব্রিটেনে প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার মধ্যে স্থূলকায় মানুষের হার ছিল ২৯ শতাংশ। ব্রিটেনের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ গবেষণা কাজে যুক্ত ছিলেন। তারা ৬ ফেব্রুয়ারি থেকে ১৮ এপ্রিল পর্যন্ত দেশটির ১৬৬টি হাসপাতাল থেকে ১৭ হাজার করোনাভাইরাস আক্রান্তের তথ্য সংগ্রহ করেন। তাদের তথ্য পর্যালোচনা করেই গবেষণা কাজটি করা হয়। গবেষণাটি পিয়ার রিভিউড নয়। তবে মেডআর্কাইভে গত মঙ্গলবার এটি প্রকাশিত হয়। সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনে করোনাভাইরাসে মারা যাওয়া অধিকাংশ রোগী বয়স্ক, পুরুষ ও স্থূলকায়। তবে লিঙ্গ বিবেচনায় যে কোনো বয়সের পুরুষদের মৃত্যুর হার বেশি। আর বয়স বিবেচনায় অধিক বয়স্কদের মৃত্যুহার বেশি। করোনাভাইরাসে স্থূলকায় ব্যক্তিদের মৃত্যুঝুঁকিও কম নয়। গবেষণায় দেখা গেছে, স্থূলকায় ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার তুলনামূলক অনেক বেশি। কারণ এ ধরনের মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হলে তাদের ফুসফুসের কার্যক্ষমতা কমে যায়। অতিরিক্ত মেদের কারণে ফ্যাটি টিস্যুতে প্রদাহ হয় বেশি। ব্রিটেনে এক লাখ ৭০ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২৭ হাজারের বেশি মানুষের।

সর্বশেষ খবর