শিরোনাম
রবিবার, ৩ মে, ২০২০ ০০:০০ টা
করোনামুক্ত উহান

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিনন্দন

চীনের সেই উহানে নেই করোনা রোগী। করোনাভাইরাসে আক্রান্ত সর্বশেষ রোগীটিও সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। উহানের রাস্তায় হাসছে, খেলছে মানুষ। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে শহরটি। চীনের হুবেই প্রদেশের উহানকে বলা হয় করোনাভাইরাসের গ্রাউন্ড জিরো’ শহর। করোনায় আক্রান্ত আর মৃত্যুর মিছিল উহানকে করে দিয়েছিল অচল। ঘরবন্দী মানুষ আর লাশের মিছিলে হিমশিম খাওয়া সেই উহান আজ করোনামুক্ত। নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা নেই। করোনাকে জয় করে পুরো বিশে^র প্রশংসা কুড়াচ্ছে উহানবাসী। সেই প্রশংসায় সুর মেলাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির জরুরি প্রোগ্রামের প্রধানকর্তা ডা. মারিয়া ভেন কারখোভ উহানবাসীর কাছে এ শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি বলেন, ‘উহানে নতুন করে করোনা আক্রান্ত নেই। উহান করোনার সবচেয়ে শক্তিশালী আঘাত সামলে উঠেছে। উহানবাসীর অক্লান্ত লড়াইয়ে প্রশংসায় শুধু বলার আছে, ধন্যবাদ।’ গত বছর ৩১ ডিসেম্বর উহানের জীবন্ত পশু-প্রাণী বিক্রির একটি বাজার থেকে করোনাভাইরাস মানুষের সংক্রমিত হতে শুরু করে। প্রথম রোগী খুঁজে পাওয়ার দুই সপ্তাহ পর থেকে শহরটি আশপাশেও নতুন এ রোগের প্রাদুর্ভাব দেখা যায়। নতুন ধরনের এ করোনাভাইরাস দ্রুত শহরটির কয়েক হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ৫০ হাজার রোগী ছড়িয়ে যাওয়ার পাশাপাশি কয়েক হাজার মানুষ মারা যান সেখানে। কঠোর লকডাউনে লাখ লাখ মানুষকে ঘরে কোয়ারেন্টাইনে পাঠানো, গণপরিবহন ও অন্য প্রদেশের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেওয়া, বিশাল হাসপাতাল নির্মাণ ও রাত-দিন চিকিৎসাসেবা, করোনা পরীক্ষা করে রোগীদের আলাদা করে ফেলার মতো কৌশল অবলম্বন করে করোনাকে রুখে দেয় তারা। ডা. মারিয়া ভেন কারখোভ সে কথা মনে করিয়ে বলেন, ‘করোনাকে মোকাবিলা করে কীভাবে সফল হওয়া যায় সেটি দেখিয়েছে উহানবাসী। প্রাণান্ত চেষ্টা ও করোনা মোকাবিলার কর্মকৌশল বিশ^বাসীর কাছে ভাগাভাগি করেছে তারা। তাদের জন্য স্যালুট।’

সর্বশেষ খবর