সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

করোনা মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক দালাই লামার

করোনা মোকাবিলায় বৈশ্বিক ঐক্যের ডাক দালাই লামার

করোনা ভাইরাসের মহামারী মোকাবিলায় সমন্বিত বৈশ্বিক ঐক্যের আহ্বান জানিয়েছেন তিব্বতের নির্বাসিত আধ্যাতিক ধর্মগুরু দালাই লামা। করোনা ঘিরে বিদ্যমান সংকটকে মানব সভ্যতার জন্য মারাত্মক সংকট আখ্যায়িত করে গতকাল এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি। খবর সিএনএন

বিবৃতিতে তিব্বতের এই ধর্মগুরু বলেন, ‘মারাত্মক সংকটের (করোনা কেন্দ্র করে) এই সময়ে আমরা আমাদের স্বাস্থ্যের প্রতি হুমকির মুখোমুখি হয়েছি এবং পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবদের মধ্যে যাদের হারিয়েছির তাদের জন্য ব্যথিতবোধ করছি। অর্থনৈতিক কর্মকাে  ব্যাঘাত বিভিন্ন দেশের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে এবং প্রচুর সংখ্যক  মানুষের জীবিকা নির্বাহের পথকে ক্ষতিগ্রস্ত করছে।’ এক মানব পরিবারের সদস্য হিসেবে যা আমাদের ঐক্যবদ্ধ করে তার প্রতি দৃষ্টি নিবন্ধ করতেও   মানবজাতির প্রতি আহ্বান জানিয়েছেন দালাই লামা। এজন্য সংকটের এই মুহূর্তে সহমর্মিতা নিয়ে একে অপরের সাহায্যে এগিয়ে আসার কথা বলেন তিনি।

সর্বশেষ খবর