সোমবার, ৪ মে, ২০২০ ০০:০০ টা

যুক্তরাষ্ট্রকে ব্যঙ্গ করে চীনের অ্যানিমেশন

প্রাণঘাতী নতুন করোনাভাইরাস মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কর্মকান্ডকে ব্যঙ্গ করে স্বল্পদৈর্ঘ্যরে একটি অ্যানিমেশন বানিয়েছে চীন। ‘ওয়ান্স আপন এ ভাইরাস’ নামের ওই অ্যানিমেশনে লেগো-সদৃশ দুটি চরিত্র দিয়ে যুক্তরাষ্ট্র ও চীনকে উপস্থাপন করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নতুন করোনাভাইরাসের উৎস নিয়ে সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে তুমুল কথার লড়াই চলছে।

ডিসেম্বরের শেষদিকে চীনের উহানে প্রাণঘাতী এ ভাইরাসটি আবির্ভূত হওয়ার পর মাত্র চার মাসেই এটি মহামারী আকারে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে; কেড়ে নিয়েছে প্রায় আড়াই লাখ মানুষের প্রাণ। গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উহানের ভাইরোলজি ল্যাবই যে ভাইরাসটির উৎস সে বিষয়ে তিনি ‘আত্মবিশ্বাসী’। যদিও ?নিজের দাবির স্বপক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি তিনি। চীন শুরু থেকেই তাদের ল্যাব থেকে ভাইরাস ছড়ানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

সর্বশেষ খবর